Thursday 10 April 2014

Glass

মুহুর্মুহু শঙ্খ আর উলুধ্বনি, লোকজন এর হৈচৈ ,রজনীগন্ধার গন্ধ  আর তার মধ্যেই শোলার মুকুট টা পরেই শেষবারের মত সে নিজেকে দেখে নিচ্ছে ছোট্ট গ্লাস -মিরর  এ। চন্দন, টিপ সব পারফেক্ট।
হঠাত  বিকট আওয়াজে সম্বিত ফিরলো পিয়ালীর। বিয়ের বেনারসী টা  হাথে নিয়ে কতক্ষণ যে কেটে গেছে  খেয়ালই নেই।  সামনে খোলা সুইট্কাসে, খালি ওই শাড়ী টাই  ঢোকানো  বাকি  ছিল।
পিয়ালী আওয়াজ টা পেয়ে দৌড়ে  গেল লিভিং রুমে। নতুন কেনা ক্রিস্টাল ফ্লাওয়ার ভাস টা মাটিতে পড়ে টুকরো টুকরো। পনেরো তলার উপরে থাকার এই এক সমস্যা; বারান্দার স্লাইডিং ডোর টা  খুলে  দিলে এত হাওয়া - পর্দার ঝাপটায় পরে গেছে হয়তো। সব ছেড়ে ভাঙ্গা কাঁচ গুলো পরিষ্কার করতে বসলো পিয়ালী এখন। বেশি সময় নেই হাথে। ফ্লাইট দুপুর ৩টে।
কাঁচ গুলো কুড়াতে কুড়াতে হঠাতই চোখ পড়ল বসার ঘরের বল-উনিটের উপর। নিজের কেয়েকটা ভীষণ পছন্দের বই সে দেখতে পাচ্ছে কাঁচের বাইরে থেকে। নিজের হাথের কাজ সেরে দেরী না করে বইগুলো বার করে নিল পিয়ালী। কোনরকমে চেপে চুপে সেগুলো ঢোকালো সুইট্কাসে।
স্নান সারা হয়ে গেছে। এবার খেতে বসবে। মাইক্রোওয়েভ প্রুফ কাঁচের বাটিতে খাবার গরম করতে ঢুকিয়ে পিয়ালী রিম ঝিম দের খাওয়াতে গেল- শেষবারের মত।
রিম ঝিম- সোফার ডান পাশের সাইড টেবিল এ কাঁচের জার এ রাখা দুটো গ্লাস ফিস। দু ' বছর আগে একটা অনিভের্সারীতে পিয়ালী রা বাড়িতে নিয়ে এসেছিল ওদের। ওদের খেতে দিয়ে কিছুক্ষণ দ্নারিয়ে রইলো জার তার সামনে। দেখছে ওদের অপলকে।  আর হয়ত কোনদিনই দেখতে পাবেনা ওদের। গলার কাছে কান্না এসে জমতেই নিজেকে ধমক লাগলো সে -বারবার নিজেকে বুঝিয়েছে যে আর কাঁদবেনা।
মাইক্রোওয়েভ সংকেত দিচ্ছে খাবার গরম হয়ে গেছে। এক গ্লাস জল নিয়ে খেতে বসেছে ও। কোনরকমে জল দিয়ে খাবারটা গিলল; চোখে ঘড়িতে-১২.৩০ বেজে গেছে। এবার বেরোনো দরকার।
সুইট্কাসে হাথে নিয়ে রেডি পিয়ালী। শেষবারের মত ঘুরে ঘুরে দেখছে বাড়িটাকে। ঘর,ঘরের পর্দা, বিছানা, ফার্নিচার, ফুলদানি, ক্রিস্টাল শো পিস্ , দেওয়ালে ঝোলানো তার ই বানানো গ্লাস পেইন্টিং, তাদের বসাল গালস-ফ্রামেদ বিয়ের ছবিটা- সব কিছুই ভিসন ভাবে তার নিজের, কাছের। তিল তিল করে এই দু'বছরে স্বপ্নের বাড়ি গড়েছিল পিয়ালী।
কোনো শাসনই মানছে এখন র চোখের জল।
১.১৫। হ্যান্ড ব্যাগ তা থেকে নিজের চাবিটা বের রেখে দিল কাঁচের সেন্টার টেবিল এর উপর।
দরজাটা আলতো করে টেনে বন্ধ করলো পিয়ালী বাইরে থেকে; আর তার সাথে সাথে নিঃসব্দেই ভেনেগে গেল তার স্বপ্নের কাঁচের বাড়ি।


    

5 comments:

  1. Just awesome..very touchy..very lively

    ReplyDelete
  2. Replies
    1. Thank u soo very much bijaya for reading!! :)

      Delete
  3. What you're saying is completely true. I know that everybody must say the same thing, but I just think that you put it in a way that everyone can understand. I'm sure you'll reach so many people with what you've got to say.

    ReplyDelete